তালেবান: আমেরিকার বিদায়ে পর আফগানিস্তানে বেড়েছে পাকিস্তানী তৎপরতা || BBC Bangla

#BBCBangla
তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সেখানে যে দেশটির সবচেয়ে বেশি তৎপরতা দেখা যাচ্ছে, সেটি হচ্ছে পাকিস্তান। কিছুদিন আগে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা বা আইএসআই প্রধানের কাবুল সফর নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পাকিস্তানের তালেবান সমর্থন এবং দেশটিতে নানা তৎপরতা নিয়ে আফগানিস্তানেই হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ। আফগানিস্তান একদিকে যুদ্ধ বিধ্বস্ত এবং অন্যদিকে দেশটির সমাজে রয়েছে নানা বিভিক্তি। এমন অবস্থায় পাকিস্তান সেখানে কী অর্জন করতে চায়? আর সেখানে তাদের কৌশলটাই বা কী?

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla