আফগান নারী নৃত্যশিল্পী যেভাবে কাবুল ছাড়লেন | BBC Bangla

#BBCBangla
আফগানিস্তানের ঐতিহ্যবাহী ঘূর্ণায়মান নৃত্যের একমাত্র নারী নৃত্যশিল্পী দেশজুড়ে তার সবচেয়ে বড় সফর শুরু করতে যাচ্ছিলেন। এরপর তালেবান রাজধানী কাবুল দখলে নিয়ে নেয়। রাতারাতি সবকিছু বদলে যায়।
সুফি ধারার এই নৃত্যকে ইসলামী আইনের পরিপন্থী হিসেবে দেখে তালেবান। তালেবানের ক্ষমতা গ্রহণের ঘটনায় ফাহিমা মির্জেইয়ের স্বপ্ন মাটি চাপা দিতে হয়। প্রাণনাশের ঝুঁকি থাকায় দেশ ছেড়ে যাওয়া ছাড়া তার আর কোন উপায় ছিল না।
নিজের জন্মভূমি ছেড়ে যাওয়ার সময় তিনি নিজেকেই নিজে প্রশ্ন করছিলেন যে এই দেশ তিনি তিনি কাদের কাছে রেখে যাচ্ছেন?



আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla