শাম্মী নাসরিন: বয়সকে হারিয়ে ভারোত্তোলনে সফল এক গৃহিণীর গল্প | BBC Bangla

#BBCBangla
এই সমাজে এখনও ধরে নেয়া হয়, নারীরা শুধু ঘর সামলানো, রান্নাবান্না আর সন্তান লালন পালনের কাজ করবে। ফলে অনেকটা সময় তাদের ঘরবন্ধী হয়ে থাকতে হয়। দীর্ঘক্ষণ ঘরে থাকতে থাকতে অনেকেরই মধ্যে দেখা দেয় শাররিক বিভিন্ন জটিলতা। আমরা শুনব এমন একজন গৃহিণীর গল্প যিনি ঘর সামলিয়ে, তিন সন্তান লালন পালন করে, বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ভারোত্তোলনের মত কঠিন খেলায় জাতীয় পর্যায়ে পদক অর্জন করেছেন।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla