ম্যাক্সিকান কেসাডিয়া তৈরীর কনসেপ্ট | Mexican Quesadilla Concept Recipe

ম্যাক্সিকান কনসেপ্টে খুব সহজ একটা রেসিপি তৈরী করছি। রেসিপিটা করেছি শুধুমাত্র ধারণা দেবার জন্য, যে কত সহজে কোনো বাড়তি ঝামেলা ছাড়া কমপ্লিট একটা মিল তৈরী করতে পারবেন। যেটা সকালে নাশতা, দুপুরে টিফিন বা রাতে ডিনার হিসেবেও খেতে পারবেন।

তৈরী করতে লাগছে -
⚪ নুডল্‌স ১ প্যাকেট
⚪ চিলি ফ্লেক্স ০.৫ চা চামচ
⚪ মেয়োনিজ ২ টেবিল চামচ
⚪ টমেটো সস ২ টেবিল চামচ
⚪ গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামচ
⚪ প্রয়োজন মতো রেডি মেড পরোটা
⚪ সবজি নিয়েছি - ক্যাপসিকাম, শসা , পিঁয়াজ

➡ ঘরে টমেটো সস তৈরী করা শিখতে এই ভিডিওটি দেখুন