রাতের রানী, পরীমনির বিচ বার্তা ও দেশে দেশে নারীদের যত অভিনব প্রতিবাদ | BBC Bangla

#BBCBangla
পরীমণি, সাম্প্রতিক সময়ে তার কারামুক্তির খবর ছাপিয়ে আলোচনায় আসে তার হাতের তালুতে এই লেখাটি। মেহেদী দিয়ে 'ডোন্ট লাভ মি বিচ' লিখেছেন, যা নিয়ে আলাপ-আলোচনা চলছেই। অনেকেই এটিকে নিপীড়ন ও অন্যায্য আচরণের বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদের বলিষ্ঠ রূপ বলে মনে করছেন। নিজেদের হাতে এই একই লেখা লিখে সেটি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন ব্যতিক্রমী প্রতিবাদ দেশে-বিদেশে আগেও হয়েছে। চলুন সেগুলোর কয়েকটায় একটু চোখ বুলিয়ে আসি।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla