তালেবান, আইএস আর আল কায়েদার পার্থক্য কোথায়? | Bangladesh #Trending

#BBCBangla
আফগানিস্তানে মার্কিন অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। কিন্তু তালেবান নিয়ন্ত্রিত এই দেশে এখন শঙ্কা তৈরি হয়েছে অন্যান্য বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নিয়ে। আইএস-কে, আল কায়েদা এবং পাঞ্জশের উপত্যকার ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান, এমন বিভিন্ন নাম উঠে আসছে।
একসময় আফগানিস্তানে নিজেদের ঘাটি থাকলেও এখন কি আল কায়েদার সেখানে অবস্থান আছে? আবার কাবুল বিমানবন্দরের হামলায় আলোচনায় আসা আইএসকে কারা? আর তালেবান বিরোধী বিদ্রোহী গোষ্ঠী কিভাবে গড়ে উঠলো? চলুন একটু জানার চেষ্টা করি।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla