Kim Il-sung: উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিমের ক্ষমতার শিখরে পৌঁছে যাওয়ার ইতিহাস | BBC Bangla

#BBCBangla
অধ্যাপক কিম হিউং-সুক সেই ব্যক্তির সাথে সকালের নাস্তা করেছিলেন যিনি প্রায় ৫০ বছর ধরে উত্তর কোরিয়া শাসন করেছেন। কিম পরিবার সাত দশক ধরে উত্তর কোরিয়া শাসন করে আসছে। কিন্তু এই “মহান নেতা" কিভাবে ক্ষমতা গ্রহণ করলেন? কিম ইল-সাং এর প্রথম দিককার জীবন এবং তার রাজবংশ নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। উত্তর কোরিয়া যখন ৯ই সেপ্টেম্বরে তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাচ্ছে, তখন ১০২ বছর বয়সী এই অধ্যাপক ব্যাখ্যা করেন কিভাবে দেশটির "প্রতিষ্ঠাতা পিতার" সাথে তার দেখা হয়েছিল, এবং কিভাবে তিনি নেতৃত্বের উচ্চ শিখরে পৌঁছে গেলেন।

প্রযোজক: কেভিন কিম এবং উইলিয়াম লি। চিত্রগ্রহণ ও সম্পাদনা: কেভিন কিম।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla