Ashura: কারবালায় কীভাবে আশুরা পালন করা হয়? | BBC Bangla

#BBCBangla #Ashura #Muharram
আরবি বর্ষের প্রথম মাস, অর্থাৎ মহরম মাসের ১০ তারিখ মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আশুরা হিসেবে পরিচিত। মুসলিমদের জন্য নানা কারণে তাৎপর্যপূর্ণ এই দিনটি। ইসলামি চিন্তাবিদরা বলছেন নবী মোহাম্মদের সময় থেকে মুসলিমরা ১০ই মহররম পালন করতো। এর পেছনে নানা ধর্মীয় বিশ্বাস নিহিত ছিল। পরবর্তীতে এর সাথে যুক্ত হয়েছে কারবালার ঘটনা যেখানে ইমাম হোসাইনকে হত্যা করা হয়। সেই কারবালায় এই দিনটি কীভাবে পালন করা হয় - দেখুন ভিডিওতে।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla