তালেবান পতাকার বিরোধিতায় বিক্ষোভ, জনতা ছত্রভঙ্গ করতে গুলি| BBC Bangla

#BBCBangla #Afghanistan

আফগানিস্তানের পূর্বাঞ্চলে জালালাবাদ শহরে আফগানিস্তানের পুরনো পতাকা রক্ষার দাবিতে যে বিক্ষোভ হয়েছে তাতে গুলি ছোঁড়া হয়েছে। জালালাবাদ থেকে তোলা ওই ভিডিও ফুটেজে দেখা গেছে বিক্ষোভকারীরা তালেবানের পতাকা সরিয়ে সেখানে আফগানিস্তানের পুরনো পতাকা তুলছে এবং আশপাশে সমবেত জনতা সেদিকে তাকিয়ে হর্ষধ্বনি করছে। মিছিলের জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি ছোঁড়া হয়েছে বলে খবর এসেছে। এই ঘটনায় কেউ আহত হয়েছে কিনা জানা যায়নি।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla