ভিয়েতনামের পর তালেবানের কাছে আরেকটি পরাজয় আমেরিকার? - Bangladesh #Trending

#BBCBangla #Afghanistan #Taliban #America #Bangladesh #Trending
আফগানিস্তান আবারো তালেবানের দখলে। তাদের এই কাবুলে প্রবেশের সাথেই শেষ হয় ২০ বছরের দীর্ঘ যুদ্ধ। এবং একইসাথে যেন নিশ্চিত হয় আবারো যুক্তরাষ্ট্রের আরেকটি পরাজয়। বিশেষ করে কাবুলে মার্কিন দূতাবাসের ছবি মনে করিয়ে দিচ্ছে ১৯৭৫ সালের আরেকটি ছবিকে। সেবার ভিয়েতনামের সায়গনে ইউএস অ্যাম্বাসি থেকে একইভাবে হেলিকপ্টারে করে মার্কিন নাগরিকদের সরিয়ে নেয়া হয়। কত মিল, তারপরও পার্থক্য কিন্তু আছে। সেবার ভিয়েতনামে আগে থেকেই পরাজয় আঁচ করতে পেরে প্রস্তুতি নেয়াও সম্ভব হয়েছিল, কিন্তু এবার আফগানিস্তান কল্পনারও কম সময়ে দখল নিল তালেবানরা।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla