আত্মপ্রত্যয়ী শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এম. শাহনেওয়াজ | ইত্যাদি এপ্রিল ২০০৫

‘ইত্যাদি’র মাধ্যমে বিভিন্ন সময় দেশের বিভিন্ন শ্রেণী পেশার, সৎসাহসী, আত্মনির্ভরশীল, সংগ্রামী ও সফল মানুষদের নিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক প্রতিবেদন তুলে ধরা হয়েছে। যাদের অনেকেই শারিরীক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও নিজেদের প্রতিবন্ধী মনে করেন না। এইসব আত্মপ্রত্যয়ী মানুষদের তুলে ধরার উদ্দেশ্য হল সমাজের সুস্থ-সবল, সচল ও স্বাভাবিক অথচ কর্মবিমুখ মানুষকে অনুপ্রাণীত করা। তারই ধারাবাহিকতায় ২০০৫ সালের ২৯ এপ্রিল প্রচারিত ইত্যাদিতে আমরা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার পুরাতন বাজারে এম. শাহনেওয়াজের উপরে একটি প্রতিবেদন করেছিলাম। শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্বেও দৃঢ় মনোবল ও অদম্য ইচ্ছে শক্তি দিয়ে যিনি জয় করেছেন চলার পথের সকল প্রতিবন্ধকতা।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/hYXh7wExNww

Subscribe to our channel and watch more episodes of Ityadi - ইত্যাদি and creations of Hanif Sanket.

Warning:
This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.

#আত্মপ্রত্যয়ী #সংগ্রামী #প্রতিবেদন #ইত্যাদি #হানিফসংকেত #Ityadi #HanifSanket #MShahnewaz #প্রতিবন্ধী #এমশাহনেওয়াজে