পরীমনি, রাজ, পিয়াসা, মৌ, হেলেনা আটক - নেপথ্যে কী? - Bangladesh #Trending | BBC Bangla

#BBCBangla #Bangladesh #Trending
পরীমনি, মাসখানেক আগে ফেসবুকে এক পোস্ট দিয়ে নজর কেড়েছিলেন সবার। বিচার চেয়ে দেয়া সেই স্ট্যাটাসের পর পাশে পান আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকেও। কিন্তু এক মাস না যেতেই আরেক ফেসবুক লাইভে যখন আসলেন, তখন তিনি সেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতেই আটক। এরপর রাতেই আটক করা হয় চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে। এর আগে থেকেই অবশ্য আলোচনার জন্ম দেয় পুলিশের এমন আরো নানান অভিযান। গত ৩০শে জুলাই নজর কাড়ে ব্যবসায়ী ও রাজনীতিবিদ হেলেনা জাহাঙ্গীরের আটক অভিযান। এরপর একই রাতে দুটি পৃথক অভিযানে আটক করা হয় দুই মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে। আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম হঠাৎ এরকম অভিযানের কারণটা কি, শুধু মিডিয়া জগতে যুক্ত নারীদের লক্ষ্য করেই কি এই অভিযান?


আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla