চীনে বন্যা: ১০০ বছরের মধ্যে 'সবচেয়ে মারাত্মক' বিপর্যয় | BBC Bangla

#BBCBangla #ChinaFlood
মৌসুমী বৃষ্টির কারণে চীনের মারাত্মক বন্যা দেখা দিয়েছে। ঝেংঝু শহরে থেমে থাকা পাতাল রেলের ট্রেনে কোমড় পানিতে আটকে পড়েছেন যাত্রীরা। অন্যদিকে মাটির ওপরে রাস্তাগুলো নদীর চেহারা নেয়। বন্যার পানির প্রবল তোড়ে ভেসে গেছে মানুষ ও রাস্তায় থেমে থাকা গাড়ি। স্থানীয় লোকেরা বলেছেন, তারা জীবনে কখনো এমন বৃষ্টি দেখেননি। চীনের কর্তৃপক্ষ বলছে, এরকম বন্যা অত্যন্ত বিরল, এবং হয়তো ১০০ বছরে একবার এমনটা হতে পারে।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla