কোরবানি ঈদ: আপনার দান করা মাংস আসলে কোথায় যায়? | BBC Bangla

#কোরবানি ঈদ #মাংস #বাজার #BBCBangla
ধর্মীয় রীতি অনুযায়ী, মানুষ কোরবানির পশুর মাংসের একটা অংশ দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিয়ে থাকেন।
তাই প্রতি কোরবানির ঈদেই দরিদ্র ও নিম্ন আয়ের বহু মানুষকে দেখা যায় বাড়ি বাড়ি ঘুরে মাংস সংগ্রহ করতে।
যারা মাংস সংগ্রহ করেন তাদের অনেকে নিজের এবং পরিবারের খাওয়ার জন্য মাংস নিলেও একটা বড় অংশ এই মাংস বিক্রি করে দেন।
আর দানের মাংস বেচাকেনার জন্য প্রতি বছর ঈদের দিন বিকেল থেকে ঢাকার বিভিন্ন জায়গায় বসে মাংসের জমজমাট অস্থায়ী বাজার।


আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla