Brishtir Gaan (বৃষ্টির গান) II Mukhosh II Partha Barua

প্রকৃতির রঙ আর রূপ নিয়ে মানুষের আবেগের বহুমুখী প্রকাশের নেই কোনও অন্ত। আর যে কোনো কালে যে কোনো দেশে সবচেয়ে বেশি আবেগ ছড়িয়েছে প্রকৃতির যে খেলা তা হলো বৃষ্টি। বৃষ্টির শব্দ, বৃষ্টির গন্ধ কিংবা বৃষ্টির আকাশের রূপ- এ সব কিছু একেকটা মানুষের কাছে ধরা দেয় একেক রকমভাবে। বৃষ্টিতে কেউ হয় স্মৃতিকাতর, কেউবা স্বপ্নালু। কারও কারও আবার অনুভূতিগুলো হয়ে ওঠে ভীষণ প্রখর। সেই অনুভূতিগুলো নিয়েই  ’বৃষ্টির গান’।

বৃষ্টির গান
অ্যালবামঃ মুখোশ
কথাঃ শেখ রানা
সুর ও সঙ্গীতঃ পার্থ বড়ুয়া
প্রোডাকশনঃ অভীক

বৃষ্টির গান

স্বপ্নগুলো যখন আমার
একলা হলো
ঠিক তখনই দূরে কোথাও
আকাশ ছুঁয়ে মেঘ মল্লার
বৃষ্টি এলো,
বৃষ্টিগুলো পাখির ডানায় ডাক পাঠালো।।

ডাক পাঠালো অঝোর ধারায়
সুরের কারুকাজ
বৃষ্টি এলো পাহাড় উদাস
উদাস আমি আজ…
দূরে কোথাও অলক্ষ্যে খুব কে তাকালো !

বৃষ্টিগুলো দেয়াল ছুঁয়ে
ধোঁয়া হয়ে যায়
কোন সুদূরে বৃষ্টি নামে
অচিন ইশারায়
বৃষ্টি ভেজে জোড়া শালিক
খুব গোপনে,
বৃষ্টি ভেজা ভালবাসার নিমন্ত্রনে ।।

#ParthaBarua #BristhirGaan