আকাশে যখন উড়াল দিল চার চাকার গাড়ি | BBC CLICK Bangla

#BBCBangla #flyingcar #technews

এটি একটি উড়ন্ত গাড়ির নমুনা। গাড়িটি ৩৫ মিনিট ধরে উড়েছে আকাশে। গেছে স্লোভাকিয়ার নিত্রা বিমান বন্দর থেকে ব্রাতিস্লাভা আন্তর্জাতিক বিমান বন্দরে। এই উড়ান ছিল পরীক্ষামূলক। এর নাম এয়ারকার। এর সঙ্গে লাগানো আছে বিএমডাব্লিউ ইঞ্জিন। এই উড়ন্ত গাড়িটি তৈরি করেছেন স্টেফান ক্লাইন। তিনি বলছেন, এটি ২,৫০০ মিটার উচ্চতায় ৬০০ মাইল উড়তে পারবে। এর গাড়ি থেকে বিমানে রূপান্তরিত হতে সময় লাগে দুই মিনিট ১৫ সেকেন্ড।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla