Ityadi - ইত্যাদি | Hanif Sanket | June - 2000 episode

বাংলাদেশ টেলিভিশনে প্রথম প্যাকেজ অনুষ্ঠান এবং সবচাইতে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির এই পর্বটি প্রচারিত হয় ৩০শে জুন, ২০০০ রাত ৯ টায়। বরাবরের মত ইত্যাদি‘র এই পর্বেও ছিল দর্শকদের জন্য রকমারী আয়োজন। ইত্যাদির এই পর্বে রয়েছে তিনটি গান। এই পর্বে কোন তারকা শিল্পীকে নেয়া হয়নি। বিভিন্ন চ্যানেলে তারকা শিল্পীদের এত বেশী দেখা যায় যে-গানের ক্ষেত্রে বৈচিত্র্য আনার জন্য নতুন শিল্পীদের অগ্রাধিকার দেয়া হয়েছে। ইত্যাদির মাধ্যমে যে সব শিল্পীদের উপস্থাপন করা হয় তারা দর্শকদের প্রশংসা পেয়েছেন। এই পর্বে ইত্যাদি দর্শকদের সামনে প্রথমবারের মত উপস্থিত করে গ্রাম বাংলার সাধারন মানুষের কাছে প্রবাদতুল্য জনপ্রিয় শিল্পী মমতাজকে। যার ক্যাসেট প্রকাশনার সংখ্যা শুধু এদেশেই নয় এই উপমহাদেশেও সম্ভবত একটি রেকর্ড। খ্যাতিমান গীতিকার মোঃ রফিকউজ্জামানের কথায় "রিটার্ন টিকিট হাতে লইয়া" নামক একটি লোক সঙ্গীত গেয়েছেন মমতাজ। এই গানটির চিত্রায়নে মমতাজের সঙ্গে অংশ নিয়েছেন ৫০ জন মহিলা শিল্পী। গানটির ব্যাতিক্রম ধর্মী চিত্রায়ন দর্শকদের আনন্দ দেবে। লিটন অধিকারী রিন্টুর কথায় এবং পবন দাশ বাউলের একটি গানের সুরে এই পর্বে আছে একটি ভিন্নধর্মী দলীয় সংগীত। হানিফ সংকেত এর গাওয়া এই গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীবৃন্দ। এছাড়াও রয়েছে নিয়মিত পর্ব হিসাবে নকুল বিশ্বাসের শ্লোগান ব্যবহার করে একটি গান। নতুন প্রতিভা পর্বে একজন শিল্পীকে উপহার দেয়া হয়েছে। তিনি হচ্ছেন নলছিটির রহমান। যিনি মানুষের ফেলে দেয়া জিনিষ দিয়ে অবাক করা শিল্পকর্ম তৈরী করে থাকেন। এছাড়াও নিয়মিত পর্বে-হাবা হাসমত, নানা নাতি, চিঠিপত্র, ইংরেজী ছবির বাংলা ডাবিং পর্ব, এবং প্রতিবেদন রয়েছে। আর দর্শক কুইজ করা হয়েছে সাধারন মানুষদের নিয়ে।

আমাদের দৈনন্দিন সমস্যা, অসংগতি, সমকালীন ঘটনা, ও সমাজের নানান বাস্তব চিত্র নিয়ে এই পর্বে ছোট বড় মিলিয়ে প্রায় ২০টি মজাদার ও বক্তব্যধর্মী নাট্যাংশ রয়েছে। যেমন-স্বামী-স্ত্রীর সম্পর্ক, উভয় সংকট বা শাখের করাত, শ্যালক দুলাভাই, ভিক্ষাবৃত্তি, বিজ্ঞাপন নির্মাতা, যানবাহন সমস্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ইত্যাদি।

এসব নাট্যাংশে অভিনয় করেছেন ইত্যাদির নিয়মিত শিল্পীরা। উল্লেখযোগ্য শিল্পীরা হলেন-ফকরুল হাসান বৈরাগী, হাসমত, নাজমুল হুদা বাচ্চু, আব্দুল আজিজ, মোমেনা চৌধুরী, ফারুখ আহমেদ, তরু মোস্তফা, জি.এম আনসারী, শিরীন বকুল, জাহিদ, প্রমা, নজরুল, অমল বোস, নিপু, টুটু, আরিফুল হক, মঞ্জুর হোসেন, ব্ল্যাক আনোয়ার, পুতুল, সোলায়মান খোকা, বাবুল আহমেদ, কাজী আসাদ, শোভা খোন্দকার, ফজলুর রহমান বাবু, বিলু বড়ূয়া, সাইফুদ্দিন আহমেদ, মহিউদ্দিন বাহার, দিপু, শুভাষিস ভৌমিক, মন্টু, খায়ের, আমিন আজাদ, লাভলী ইয়াসমীন, এ,বি,সিদ্দিকী, রানা, মামুন, ওয়াসিম, ও অন্যান্য। ইত্যাদির সঙ্গীত পরিচালনা করেছেন সোহেল আজিজ ও লিটন ডি-কষ্টা। রচনা, উপস্থাপনা,ও পরিচালনা করেছেন যথারিতী হানিফ সংকেত। নির্মান করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।

Subscribe to our channel and watch more episodes of Ityadi - ইত্যাদি and creations of Hanif Sanket.

Warning:
This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.

#ইত্যাদি #হানিফসংকেত #Ityadi #HanifSanket #মমতাজ #Momtaz #রিটার্নটিকিটহাতেলইয়া