Ityadi - ইত্যাদি | Hanif Sanket | Bangla Academy episode 2009

Ityadi at a glance:

Program name: Ityadi (ITTADI) - ইত্যাদি
Shooting place: In front of Burdwan House, Bangla Academy, Dhaka
Writer: Hanif Sanket - হানিফ সংকেত
Director: Hanif Sanket - হানিফ সংকেত
Aired on: BTV and BTV World
Production: Fagun Audio Vision

আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, প্রাচীন প্রত্নতাত্তিক নিদর্শন, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ও জনগুরুত্বপূর্ণ স্থানে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এই পর্বটি ধারণ করা হয়েছে আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র বাংলা একাডেমির ঐতিহ্যবাহী বর্ধমান হাউসের সামনে। বাংলা একাডেমিতে কয়েক হাজার দর্শক নিয়ে এ ধরনের কোন অনুষ্ঠানের ধারন এবারই প্রথম।

শেকড়ের সন্ধানে ইত্যাদিতে সবসময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচার বিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের খুঁজে এনে তুলে ধরা হয়। পাশাপাশি গত প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ইত্যাদি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অচেনা-অজানা বিষয় ও তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। আর সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদিতে যশোহরের অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের শহিদুল ইসলাম ও কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার আরকান্দি গ্রামের শরিফুল শেখের উপর ছিল একটি মর্মস্পর্শী প্রতিবেদন। শিক্ষার প্রতি প্রবল আগ্রহের পথে হত দরিদ্র অবস্থাও যাদের বাঁধা হতে পারেনি।

দীর্ঘকায় মানুষ সহজেই অন্যের চোখে পড়ে। এই চোখে পড়ার বিষয়টিকে কাজে লাগিয়ে, বাজে অভ্যাস ত্যাগে মানুষকে উদ্বুদ্ধ করে চলেছে এক অভিনব সংগঠন। এই সংগঠনের কার্যক্রমের উপর রয়েছে একটি সামাজিক প্রতিবেদন। চাঁদপুর জেলার মতলবের ডেংগুরভিটি গ্রামের মোঃ জসিমউদ্দিন-যিনি দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ার টেলিভিশন, চলচ্চিত্রের নিয়মিত অভিনয় করছেন এবং সেখানে যথেষ্ট জনপ্রিয়। তাকে নিয়ে রয়েছে একটি চমৎকার প্রতিবেদন। এছাড়াও গত ৩১ জুলাই-২০০৯ প্রচারিত ‘ইত্যাদি’তে দেখানো প্রত্নতত্ত্ব নিদর্শন সংগ্রাহক আব্দুস সামাদ মন্ডলের উপর রয়েছে ফলোআপ প্রতিবেদন।

এবারের ‘ইত্যাদি’তে মুল গান রয়েছে দু’টি। উল্লেখ্য ‘ইত্যাদি’তে সবসময় ভিন্ন আঙ্গিকে গান প্রচার করার চেষ্টা করা হয়। এজন্য ‘ইত্যাদি’তে অধিকাংশ ক্ষেত্রে বিষয়ভিত্তিক, জীবন ভিত্তিক ও লোকসঙ্গীতকে প্রাধান্য দেয়া হয়। এবারের অনুষ্ঠানে শিশুদের নিয়ে একটি বিষয়ভিত্তিক গান রয়েছে। লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, গেয়েছেন স্বনামখ্যাত গায়ক এ্যান্ড্রু কিশোর। লিটন অধিকারী রিন্টুর কথায় আর গানটি গেয়েছেন সত্তুর দশক থেকে এখন পর্যন্ত একইভাবে জনপ্রিয় দু’জন শিল্পী ফকির আলমগীর ও ফেরদৌস ওয়াহিদ। দুটো গানেরই সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকবর রূপু।

যেহেতু এবারের ‘ইত্যাদি’র মূল অংশটি বাংলা একাডেমীতে করা হয় তাই বাংলা একাডেমীকে ঘিরে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমন্ত্রিত দর্শকদের মধ্য থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে ৫ জন দর্শক নির্বাচন করা হয়েছে। নির্বাচিত দর্শকদের দিয়ে বই ও শব্দার্থ নিয়ে করা হয় ২য় পর্ব।

নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশসহ নিয়মিত পর্ব হিসেবে এই পর্বেও যথারীতি রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদির এই পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রথম প্রচারিত হয় ২০০৯ সালের অক্টোবর মাসে।

Subscribe to our channel and watch more episodes of Ityadi - ইত্যাদি and creations of Hanif Sanket.

Warning:
This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.

#ইত্যাদি #Ityadi #HanifSanket #BanglaAcademy #বাঙলাএকাডেমী #হানিফসংকেত #Ittadi #Ityadi2021 #সংকলিত