বাংলাদেশের অ্যানিমেশন জায়গা করে নিচ্ছে বিশ্ব বাজারেও | BBC CLICK Bangla
#BBCBangla #Technology
বাংলাদেশে যে বিশ্বমানের অ্যানিমেশনের কাজ হচ্ছে তা নতুন করে বলার কিছু নেই।
আমাদের অনুষ্ঠানেও বিভিন্ন সময় আপনারা দেখেছেন বাংলাদেশের কীভাবে অ্যানিমেশনের কাজগুলো হচ্ছে।
ইতোমধ্যেই আপনারা জেনে গেছেন -দেশে যেকয়টি স্টুডিও অ্যানিমেশনের কাজটাা করছে সাইকোর স্টুডিওজ তার মধ্যে একটি। সম্প্রতি 'টুমরো' নামের যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দর্শকের নজর কেড়েছে তা নির্মিত হয়েছে সাইকোর স্টুডিওতেi .
কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় তৈরি- এই ছবিটির মূল উদ্দেশ্যই ছিল শিশু কিশোরদের কাছে জলবায়ু পরিবর্তনের বিষয়টি তুলে ধরা। এই ছবিতে প্রায় ৩৫০টা শট নিজেরাই বানিয়েছেন শিল্পীরা। বাংলায় বানানো এই স্বল্পদৈর্ঘ্য ছবিটি জায়গা করে নিচ্ছে বিশ্ব বাজারেও, বেশ কয়েকটি ভাষায় চলছে এর ডাবিংয়ের কাজ। তবে মহামারির মধ্যে এমন কাজ করতে বেশ কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জের মধ্যেও পড়তে হয়েছে।
আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
https://www.bbc.co.uk/bengali
https://facebook.com/BBCBengaliService
https://twitter.com/bbcbangla
বাংলাদেশে যে বিশ্বমানের অ্যানিমেশনের কাজ হচ্ছে তা নতুন করে বলার কিছু নেই।
আমাদের অনুষ্ঠানেও বিভিন্ন সময় আপনারা দেখেছেন বাংলাদেশের কীভাবে অ্যানিমেশনের কাজগুলো হচ্ছে।
ইতোমধ্যেই আপনারা জেনে গেছেন -দেশে যেকয়টি স্টুডিও অ্যানিমেশনের কাজটাা করছে সাইকোর স্টুডিওজ তার মধ্যে একটি। সম্প্রতি 'টুমরো' নামের যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দর্শকের নজর কেড়েছে তা নির্মিত হয়েছে সাইকোর স্টুডিওতেi .
কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় তৈরি- এই ছবিটির মূল উদ্দেশ্যই ছিল শিশু কিশোরদের কাছে জলবায়ু পরিবর্তনের বিষয়টি তুলে ধরা। এই ছবিতে প্রায় ৩৫০টা শট নিজেরাই বানিয়েছেন শিল্পীরা। বাংলায় বানানো এই স্বল্পদৈর্ঘ্য ছবিটি জায়গা করে নিচ্ছে বিশ্ব বাজারেও, বেশ কয়েকটি ভাষায় চলছে এর ডাবিংয়ের কাজ। তবে মহামারির মধ্যে এমন কাজ করতে বেশ কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জের মধ্যেও পড়তে হয়েছে।
আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
https://www.bbc.co.uk/bengali
https://facebook.com/BBCBengaliService
https://twitter.com/bbcbangla