যৌনশিক্ষা বিষয়ক ডয়চে ভেলের সিরিজ ‘সেক্স এন্ড দ্য বডি’

যৌনতা বা যৌনাঙ্গ সম্পর্কিত কোন বিষয় জানতে গুগলে বাংলায় সার্চ করলে যেসব তথ্য পাওয়া যায় তাতে আপনি বিভ্রান্ত হতে বাধ্য৷ যেমন: জি স্পট কোথায় থাকে? নারীদের কি অর্গ্যাজম হয়? অথবা স্বপ্নদোষ কি পুরুষের শরীর দুর্বল করে? এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখলাম নানা ধরনের তথ্য রয়েছে, কিন্তু কোনটি সঠিক?

সেটা জানাতেই আমাদের এই নতুন আয়োজন৷ যৌনশিক্ষা বিষয়ক ‘সেক্স এন্ড দ্য বডি’ সিরিজে থাকছে মানবদেহ, যৌনতা, যৌনাঙ্গ, হরমোন, মাসিকসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা৷ এই সিরিজে বিশেষজ্ঞরা আপনার নানা প্রশ্নের উত্তর দেবেন, যেগুলো নিয়ে হয়ত আপনি খোলাখুলি কথা বলতে লজ্জা পান, কিন্তু জানাটাও জরুরী৷ তাই আমাদের ফেসবুক পাতা বা ইউটিউব চ্যানেলে দেখুন এই সিরিজ এবং কোন প্রশ্ন থাকলে লিখুন মন্তব্যে৷

উপস্থাপনা: অমৃতা পারভেজ
প্রযোজনা: @Arafatul Islam

#যৌনশিক্ষা #মানবদেহ #ডয়চেভেলে

ইউটিউবে ডয়চে ভেলেকে সাব্সক্রাইব করুন: http://bit.ly/2EQqAFJ
ফেসবুকে ডয়চে ভেলে: https://www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: https://twitter.com/dw_bengali