ভাত দিয়ে তৈরী করেছি চিকেন রাইস কাবাব

ভাত তো আমরা অনেক ভাবেই খাই। সাদা ভাত, ভাত ভাজি, মাখা ভাত, পান্তা ভাত, আরও কত কি! এবার তৈরী করছি ভাতের কাবাব। একদম ঝামেলা ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়ে কাবাবটা তৈরী করছি। মজার বিষয় হলো কাবাবটা তৈরী করতে, সময় লাগবে খুবই কম। আবার খাওয়ার সময় মনে হবে জালি কাবাব খাচ্ছি। রেসিপি শিখতে চাইলে সাথেই থাকুন।

তৈরী করতে লাগছে -
⚪ মুরগির বুকের মাংস ৫০০ গ্রাম
⚪ ACI Pure স্বাদ এ ধামাকা সিজনিং মিক্স ২ প্যাকেট
⚪ লবণ: সেদ্ধ করতে ০.২৫ চা চামচ, কাবাবের মিক্সে ১ চা চামচ
⚪ ভাত ১ কাপ
⚪ ডিম ১ টি
⚪ পিঁয়াজ কুচি ০.২৫ কাপ
⚪ কাঁচা মরিচ কুচি ২/৩ কুচি
⚪ ১ চা চামচ লেবুর রস
⚪ কর্ণ ফ্লাওয়ার ২ টেবিল চামচ
⚪ সামাণ্য ধনে ও পদিনা পাতা

〰〰〰〰〰〰〰〰〰〰〰