লাচ্ছা সেমাই-এর পিঠা

দর্শকদের কাছ থেকে সেমাই দিয়ে তৈরী করা যায় এমন আইটেমের রিকোয়েস্ট পাচ্ছিলাম যেখানে সেমাই ভাজা, দুধ জ্বাল করার কোনো ঝামেলা থাকবে না। মন চাইলে ঝটপট তৈরী করে ফেলা যাবে। তাই লাচ্ছা সেমাই দিয়ে একটা পিঠা তৈরী করেছি। তৈরী করার প্রসেস যেমন সহজ, খেতে সেরকমই মজা। তৈরী করে আবার সপ্তাহ খানেক ফ্রিজ ছাড়াই বক্সে করে স্টোর করা যাবে।

তৈরী করতে লাগছে -
⚪ ডিম ২ টি
⚪ ACI Pure লাচ্ছা সেমাই ১ প্যাকেট
⚪ চিনি ০.৫ কাপ
⚪ কোরানো নারিকেল ০.২৫ কাপ
⚪ গুঁড়ো দুধ ০.২৫ কাপ
⚪ সামান্য ফুড কালার
⚪ সামান্য ভ্যানিলা এসেন্স

〰〰〰〰〰〰〰〰〰〰〰