বাচ্চাদের গ্রাম দেখাতে নিয়ে গেলাম যমুনা নদীর ধারে - খড়ির চুলায় রান্না, গ্রামের বাজার, নদীর টাটকা মাছ

যারা গ্রাম মিস করেন, তাদের জন্য একটু ভিডিও করে শেয়ার করছি...

আমার ও আমার বরের জন্ম ও বেড়ে ওঠা শহরে। আমার বাচ্চারা আবার আর এক ডিগ্রি বেশী, ওরা জন্মেছে নগরে। তাই গ্রামের জীবন কেমন, সেটার কোনো ধারণাই নেই। তাই ওদের নিয়ে গেলাম আমার চাচার গ্রামে। গ্রাম বলতে যা বুঝায়, যমুনার ধারে একদম সেরকম গ্রাম। নদীর মাছ, উঠানের মারগি, টাটকা সবজি, কয়েক রকমের ভর্তা, খড়ির চুলায় রান্না সহ অনেক আয়োজন করেছিলাম।

〰〰〰〰〰〰〰〰〰〰〰

আমার বিভিন্ন ভিডিওর প্লে লিস্ট
⏩ বাংলাদেশী ভর্তা রেসিপি