ভাগ্নির বিয়েতে কিভাবে আমরা বর-কনের টেবিল সাজালাম | ১০টির বেশী আইটেম দিয়ে ৩০ মিনিটের কম সময়ে!

গত শুক্রবাবের আমার বোনের মেয়ের বিয়ে ছিলো।

হুট করেই আমাদের দায়িত্বে বর কনের টেবিলে সবকিছুর আয়োজন করার দায়িত্বে পড়লো। দায়িত্ব আগে থেকে ছিলো না, বিয়ের দিন সকালেই বলা হলো এই কাজ করতে হবে। কি আর করা, চ্যালেঞ্জ নিয়ে নিলাম আর ৩০ মিনিটের কম সময় সব রেডি করে ফেললাম।

কি করেছিলাম আমরা, তারই একটু ঝলক শেয়ার করছি আপনাদের সাথে।

সবার জন্য শুভ কামনা...