ভ্যানিলা ফ্রুট নুডুলস কাস্টার্ড | বিশেষ মেহমানদের জন্য বিশেষ ডেসার্ট রেসিপি

ফল মূল ও কাস্টার্ড দিয়ে একটা ভিন্ন স্বাদের ফিউশন ডেসার্ট তৈরী করছি। এটা দেখতে যেমন রঙ্গিন, খেতে সেরকমই অসাধারণ! মজার ব্যাপার হলো এটা তৈরী করে সাজিয়ে ফ্রিজের নরমালে রেখে দিতে পারবেন তিন দিন পর্যন্ত। যখন গেস্ট আসবে, তখন ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিলেই হলো। যেহেতু তৈরী করতে কয়েকটা স্টেপ ফলো করতে হবে, তাই কথা না বাড়িয়ে চলুন কিচেনে চলে যাই।

তৈরী করতে লাগছে -
⚪ তরল দুধ ৪ কাপ
⚪ চিনি ০.৫ কাপ
⚪ কাস্টার্ড পাউডার ৩ টেবিল চামুচ
⚪ ACI Pure থাই নুডুলস
⚪ সামান্য খাবারের রঙ
⚪ এছাড়াও লেগেছে বিস্কুট ও বিভিন্ন ফল

〰〰〰〰〰〰〰〰〰〰〰